আমাদের সম্পর্কে

আমরা কারা

আমাদের গল্প

২০০৪ সাল থেকে, আমরা একটি দ্বিভাষিক স্কুলের দায়িত্বে আছি।

শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। সুন্দর ব্যবস্থাপনায় মৌলিক সাংগঠনিক,সুদক্ষ পরিচালনায় , একাডেমীক সাফল্যে এবং সহপাঠ কার্যক্রমে ইতোমধ্যে অত্র প্রতিষ্ঠানটি একটি গৌরবময় ও উজ্জ্বল স্থান দখল করে আছে ।

gutener-education-img-10-199-54

Md. Ariful Rahaman

Chairman and founder

গ্যালারি

আমাদের ছবি সমুহ

০১

আমাদের উদ্দেশ্য

শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে।

০২

আমাদের লক্ষ্য

শিক্ষিত ও মানবীয় মূল্যবোধ সম্পন্ন নাগরিক গড়ার আবিরাম লক্ষ্যে যে সমস্ত বিদ্যাপীঠ নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের মধ্যে EIS স্কুল অন্যতম। সুন্দর ব্যবস্থাপনায় মৌলিক সাংগঠনিক,সুদক্ষ পরিচালনায় , একাডেমীক সাফল্যে এবং সহপাঠ কার্যক্রমে ইতোমধ্যে অত্র প্রতিষ্ঠানটি একটি গৌরবময় ও উজ্জ্বল স্থান দখল করে আছে ।

০৩

আমাদের দৃষ্টি

ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থান করছে অত্র প্রতিষ্ঠানটি । স্কুল শাখায় দু’টি শিফট রয়েছে । অল্প সময়ে এটি বাংলাদেশ এর শীর্ষ স্থানীয় বিদ্যালয় গুলোর মধ্যে জায়গা করে নিয়েছে । 2004 সালের ৩১ জানুয়ারি বনানী বিদ্যানিকেতন স্কুল হিসেবে এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করে । প্রতিষ্ঠানের স্কুল শাখায় ৩৬ জন্য অভিজ্ঞ শিক্ষকমন্ডলী রয়েছে।

আমাদের শিক্ষকমণ্ডলী

আমাদের সেরা শিক্ষক গন

Md. Akter Hossain

সিনিয়র শিক্ষক

BBA, MBA(Accounting)

Mst. Nasima Akter

সিনিয়র শিক্ষক

BBA (Accounting)

“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ”

17 +
Finished Sessions
1500
Enrolled Learners
50
Teachers
100 %
Students Success Ratio